https://www.bartomansylhet.com/

3991

law-justice

প্রকাশিত

২৩ এপ্রিল ২০২৩ ০৩:৪৮

আপডেট

৩০ নভেম্বর -০০০১ ০০:০০

জাতীয় নির্বাচনে হিরো আলম প্রার্থী হবেন

Hero-22.01.2023--Alom-NH_original_1682160003আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন বহুল আলোচিত হিরো আলম। ২১ এপ্রিল শুক্রবার বগুড়ার কালিতলা মোড়ে ‘বিপদের বন্ধু আমরা’ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজিত এক ইফতার বিতরণী কর্মসূচিতে এ কথা বলেন হিরো আলম।

তিনি বলেন, মানুষ মাত্রই ভুল করতে পারে। মানুষের ভুল হতে পারে। আমার কোনো ভুল হলে ধরিয়ে দেবেন। তাহলে ভুল সংশোধন করে নিতে পারবো। এ সময় নিজের শিক্ষা গ্রহণের বিষয়টিও জানান হিরো আলম। তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে আমার কথা বলাসহ বিভিন্ন ত্রুটির বিষয়ে আলোচনা হচ্ছে। এ জন্য শিক্ষক রেখেছি। আমার সব কিছু শিখতে অন্তত দুই থেকে তিন বছর সময় লাগবে। আলোচিত এই ইউটিউবার এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথাও জানান। এরপর তিনি দুস্থ অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করেন।