পংকজ ভট্টাচার্যের জীবনাবসানে কানাডা পিডিআই-এর শোক প্রকাশ

দেশের ছয় দশকের প্রগতিশীল রাজনীতির পুরোধা ঐক্য ন্যাপের সংগ্রামী সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্যের মৃত্যুতে কানাডা প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই)-এর যুগ্ম আহ্বায়ক আজিজুল মালিক এবং বিদ্যুৎরঞ্জন দে গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করে জানিয়েছেন। তাঁরা বলেছেন, জাতীয় রাজনীতির এই ঘোরতর দুঃসময়ে তার মত নির্লোভ রাজনীতিবিদের মৃত্যু জাতির জন্য অপুরনীয় ক্ষতি, এ অভাব কখনোই পুরণ হবার নয়। তাঁরা নতুন প্রজন্মের কাছে এই রাজনীতিবিদের জীবন ও আদর্শ অনুসরণ করার মাধ্যমে একটি মানবিক প্রগতিশীল দেশ গড়ে তুলতে ভূমিকা পালনে আহ্বান জানান।
উল্লেখ্য, ২৩ এপ্রিল রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত সমস্যা নিয়ে উক্ত হাসপাতালে ভর্তি ছিলেন। ১৯৩৯ সালের ৬ আগষ্ট চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া গ্রামে তিনি জন্ম গ্রহন করেন এবং কলেজ জীবন থেকেই প্রগতিশীল রাজনীতিতে হাতেখড়ি দেন।