বিশ্বম্ভরপুরে বিদ্যালয়ে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় "কিশোর হেলথ কর্নার" উদ্বোধন
সোহেল আহমদ সাজু,বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ ) প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ে কিশোরীদের বয়:সন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় 'কিশোরী হেলথ কর্ণার' এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলার ধনপুর ইউনিয়নের কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ে ভার্ড - একশন এইড বাংলাদেশ এল আর পি ৪৩ ,ভার্ড , বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ এর সহযোগীতায় কিশোরী হেলথ কর্নার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মফিজুর রহমান ও উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন ভার্ড এর প্রজেক্ট ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ গোলাপ মিয়া, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সবুজ মিয়া, মোঃ জাকির হোসেন প্রমূখ।
কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাপ মিয়া বলেন,
ধনপুর ইউনিয়নের কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ে ভার্ড - একশন এইড বাংলাদেশ এল আর পি ৪৩ ,ভার্ড , বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ এর সহযোগীতায় কিশোরী হেলথ কর্নারটি সুসজ্জিত ওয়াল কেবিনেটের বিভিন্ন শেলফে কিশোরীদের মাসিকের সময় ব্যবহারের জন্য স্যানিটারি প্যাড, টিস্যু এবং হ্যান্ড স্যানিটাইজার রাখা আছে। কেবিনেটের চারপাশে স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন শ্লোগান লেখা রয়েছে। স্কুল চলাকালীন সময়ে কিশোরীরা স্যানিটারি প্যাডের প্রয়োজন হলে হাইজিন কর্নারে গিয়ে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে পারবে। কিশোরীদেরকে সার্বিক সহযোগিতার জন্য একজন আয়া দায়িত্ব পালন করবে।