বিশ্বনাথের শহরতলিতে দিন-দুপুরে দু:সাহসিক চুরি-স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষ টাকার মালামাল লুট
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথের ধীতপুর গ্রামে গতকাল ৬ ডিসেম্বর শুক্রবার দিন-দুপুরে এক দু:সাহসিক চুরির ঘঠনা ঘঠেছে। এতে স্বর্ণালংকার, নগদ টাকাসহ ৪টি পরিবারের প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুঠ হয়েছে বলে ধারনা করা হচ্ছে।পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি ঘঠনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ এ ঘঠনায় এখনও কাউকে গ্রেফতার করেনি।এদিকে এ ঘঠনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। দিন-দুপুরে বিশ্বনাথ শহরতলির অনেকটা কাছের একটি এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘঠনায় এলাকার মানুষের মধ্যে উদ্বেগ, উৎকন্টা ও আতংক বিরাজ চলছে চারদিকে।
বিশ্বনাথ ইউনিয়নের ধীতপুর গ্রামের আসর উল্লার পুত্র ব্যবসায়ী হেলাল মিয়া (৩০) জানান, গতকাল ৬ ডিসেম্বর শুক্রবার বিশ্বনাথ
পৌর শহরের আনিকা কমিউনিটি সেন্টারে তার বোনের বিয়ে ছিল। বিয়ের অনুষ্ঠানে বাড়ির চারটি পরিবারের লোকজনের সবাই গিয়ে ছিলেন কমিউনিটি সেন্টারে। ফলে বাড়িটি হয়ে পড়ে লোকশূন্য। আর বাড়িটি লোকশুন্য থাকায় বাড়ির চারটি পরিবারের বসত ঘরের তালা ভেঙ্গে সর্বস্ব লুট করে নিয়ে গেছে চোরেরা। ব্যবসায়ী হেলাল মিয়া আরোও জানান, ডাকাতিকালে ডাকাত দল ঘরে থাকা ৪ ভরি স্বর্নালঙ্কার, নগদ ৪ লাখ টাকা, দামি কাপড়, তার চাচাতো ভাই আইয়ুব আলী (৬৫) ঘরে থাকা নগদ ৩ হাজার টাকা, কাপড় ও আরেক চাচাতো ভাই তনজব আলীর ঘরে থাকা প্রায় ২০ হাজার টাকা, কাপড় এবং জামাল মিয়ার ঘরে থাকা প্রায় ১৫ হাজার টাকা ও চারটি পরিবারের অনেক মূল্যবান মালামাল লুঠ করে নিয়ে গেছে।
যার পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা।
বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. মলিক মিয়া বলেন, এমন ঘটনায় আমরা হতবাক হয়েছি। জীবনেও আমাদের গ্রামে এধরনের ঘটনা ঘটেনি। আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য থানা পুলিশের কাজে জোর দাবী জানাচ্ছি।
যুক্তরাজ্য প্রবাসী মকবুল আলী বলেন, ভাগ্নির বিয়েতে এসেছিলাম লন্ডন থেকে। কিন্তু এভাবে বোনের বাড়ীতে ডাকাতি হবে আমি কোন সময় কল্পনাও করিনি। আমি অতিস্বত্তর অপরাধীদের গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া জানান, এটা ডাকাতি নয়, চুরির ঘটনা। তবে বিষয়টি অনেক বড় ধরণের। তদন্ত সাপেক্ষে এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে।