https://www.bartomansylhet.com/

5577

surplus

প্রকাশিত

৩১ অক্টোবর ২০২৪ ১৬:৪৩

এই শ্লেটে আমরা লিখেছি

এই শ্লেটে আমরা লিখেছি
উনিশ শতকের ষাটের দশকে আমরা লিখেছি এ জাতীয় শ্লেটে।এ শ্লেটটি ছিল দু’প্রকার। একটি সম্পূর্ণ মাটির তৈরী এবং অপরটি ছিল টিনের উপরে কালাই করা।(তখন ব্যবহার করা হতো এ শব্দটি)।তাছাড়া কিছুদিন পরে বের হয় সম্পূর্ণ টিনের তৈরী অনুরুপ ডিজাইনের শ্লেট।মাটির তৈরী শ্লেটটি হাত থেকে পড়ে গেলেই ভেঙ্গে যেত।কিন্তু লিখার কাজে ব্যবহার করতে সকলেই স্বাচ্ছন্দবোধ করতেন। কিন্তু ভেঙ্গে যাবার ভয়ে অনেকে তা কেনার ইচ্ছা থাকলেও টিনেরটিই ক্রয় করতেন।শ্লেটটির আকার ও ছিল একটু বড়।বর্তমানে শ্লেট একেবারেই হারিয়ে গিয়েছে।বর্তমান শিক্ষা্র্থীরা সর্বক্ষেত্রে কাগজই ব্যবহার করেন।আমরা শুধু মাত্র সোনালী অতীত দেখি স্মৃতির পাতায় মনের তাড়নায়।
 
ছবিটি সংগৃহিত।