https://www.bartomansylhet.com/

5567

sylhet

প্রকাশিত

২৮ অক্টোবর ২০২৪ ১৫:৩৬

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে ডৌবাড়ী ইউনিয়ন জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল।

গোয়াইনঘাট প্রতিনিধি- ২৮শে অক্টোবর ২০০৬ সালে লগি বৈঠার তাণ্ডবে নিহত জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবি ও তৎকালীন চারদলীয় জোটের নেতাকর্মী এবং জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বাদ মাগরিব উপজেলার নিহাইন বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জলা উত্তর জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন আলহাজ্ব সাইদুর রহমান, সূরা ও কর্মপরিষদ সদস্য,বাংলাদেশ জামায়াতে ইসলামী , সিলেট জেলা উত্তর । বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাস্টার আবুল হোসেন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোয়াইনঘাট উপজেলা। নায়বে আমীর মাওলানা ফয়েজ আহমদ,এমপিওভুক্ত শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন হেলালি,শ্রমিক কল্যান ফেডারেশন সিলেট জেলা শাখার সেক্রেটারি নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মিসবাহ উদ্দিন,জাতীয়তাবাদী যুবদল গোয়াইনঘাট উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রব্বানী,বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির গোয়াইনঘাট উপজেলা শাখার সাবেক সভাপতি  আমির উদ্দিন, বর্তমান সভাপতি তারেক আহমেদ,ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন,ডৌবাড়ী ইউনিয়ন জামায়াতে  ইসলামী নেতা  গোলাম কিবরিয়া রাসেল, মানিক উদ্দিন, মারুফ আহমদ,লিয়াকত আলী,আলিম উদ্দিন, নিজাম উদ্দিন, হিফজুর রহমান,লেঙুড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নুর হোসেন, সহ গোয়াইনঘাট উপজেলা ছাত্রশিবির সহ ডৌবাড়ী ইউনিয়নের বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।