শারদীয় দূর্গা পূজা উপলক্ষে দোয়ারাবাজার থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি:: আসন্ন শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ, এবং স্থানীয় পূজামন্ডপ কমিটির নেতাদের সাথে মতবিনিময় করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দোয়ারাবাজার থানায় অফিসার ইনচার্জ মো: জাহিদুল হকের সভাপতিত্বে ও এসআই মোহাম্মদ আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টার, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, জেলা বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুন অর রশীদ, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা হুসাইন আহমদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সোনাধন দে, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অজিত দাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, উপজেলা খেলাফত মজলিস নেতা মাওলানা আলী হায়দার, উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান কাজল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য আব্দুল মুছব্বির আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক হাফিজ উবায়দুল্লাহ, পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য দীপক দাস প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমাদের দেশে প্রতিবার শারদীয় দূর্গা পূজা অনেক উৎসব মূখর পরিবেশে হয় এবার আরও উৎসব মূখর পরিবেশে হবে। দোয়ারাবাজারে অতীতে কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়নি। আমরা সকলে মিলেমিশে ধর্মীয় উৎসব উদযাপন করি।
বক্তারা আরও বলেন, দোয়ারাবাজারে দূর্গাপূজা উৎসব মূখর পরিবেশ সৃষ্টি করতে সকলকে এগিয়ে আসতে হবে। যে কোন ধরণের সহযোগিতা এবং সনাতন ধর্মাবলম্বী ভাই বোনের পাশে থেকে উৎসব করার জন্য সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রস্তুত প্রস্তুত রয়েছে। দূর্গোৎসব নিয়ে সঙ্কিত হওয়ার কোন কারণ নেই। পূজা উদযাপনে কেউ কোনোভাবে বাধা সৃষ্টি করতে পারবে না বরং সবাই সহযোগিতা করবে।র