বিশ্বম্ভরপুরে পল্লী বিদ্যুৎতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর
সোহেল আহমদ সাজু , বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ :: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের মহুকুড়া গ্রামে পল্লী বিদ্যুৎতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যুর হয়েছে।
তাৎক্ষণিক বিশ্বম্ভরপুর তানা পুলিশ ও স্থানীয়রা নিহত ব্যক্তির নাম ঠিকানা জানাতে পারেনি।
রোববার (২৯ সেপ্টেম্বর ) ভোট ৬টার দিকে উপজেলার মহুকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্বম্ভার পুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মরগে প্রেরণ করা হয় ।
স্থানীয়রা বলেন, সকাল ১০টার দিকে বিশ্বম্ভর পুর উপজেলার সোলুকাবাদ ইউনিয়নের মহুকুড়া গ্রামের সড়কের পাশে থাকা পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে ওঠে অজ্ঞাত এ চোর। ওই সময় সে খুঁটিতে থাকা ট্রান্সফরমার খুলতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পল্লীবিদ্যুতের খুঁটির নিচে পড়ে থাকে।
ট্রান্সফরমার বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গেলে দেখতে পায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। স্থানীয়রা কেউ তাকে চিনতে পারেনি। ধারণা করা হচ্ছে, সে একজন পেশাদার ট্রান্সফরমার চোর।অন্য এলাকা থেকে সে চুরি করতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ে । ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত টেস্টার, প্লাস ও রেঞ্জ উদ্ধার করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাউসার আলম জানান, আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।