https://www.bartomansylhet.com/

5425

sylhet

প্রকাশিত

২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৩

দোয়ারাবাজারে ১হাজার কেজি ভারতীয় চিনিসহ আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১হাজার কেজি (২০ বস্তা) ভারতীয় চিনিসহ ২জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মির্ধারপাড়া গ্রামের আমির হোসেন (৩০) ও একই গ্রামের রমজান আলী (২০)

 

পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে জানা যায়, শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দোয়ারাবাজার থানার এসআই ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলা সদরের পশ্চিম নৈনগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পরিবহনকারী দুটি অটো টেম্পো থেকে ১হাজার কেজি (২০ বস্তা) ভারতীয় চিনিসহ উপরোক্ত দূই ব্যক্তিকে আটক করা হয়। 


দোয়ারাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানায়, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি পরিবহণ করায় তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।