কমলগঞ্জে টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ৬ বছরের ব্লাড ক্যান্সার আক্রান্ত কাওছারের
মোঃ মালিক মিয়া, কমলগঞ্জ প্রতিনিধি: টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামিরকোনা গ্রামের ছয় বছরের ব্লাড ক্যান্সার আক্রান্ত শিশু কাওছার এর।
২২ দিন যাবত বাড়িতে বিছানায় কাতরাচ্ছে অবুঝ শিশুটি। সে ওই গ্রামের দিন মজুর দরবেশ মিয়ার ছেলে। এছাড়া দরবেশ মিয়ার আরও ২ মেয়ে সন্তান রয়েছে। দরবেশ মিয়ার মাথা গুজার জন্য একটি জরাজীর্ণ ঘর ছাড়া আর কিছুই নেই। ক্যান্সার আক্রান্ত কাওছার,ভাই বোনের মধ্যে সেই বড়।
কাওছার এর বাবা দরবেশ মিয়া জানান আজ হতে তিন মাস আগে সে অসুস্থ হলে এলাকায় প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে সিলেটে নিয়ে যান। ছোট্ট এই শিশু বাচ্চাটি দীর্ঘদিন সিলেট এম. এ.জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। পরে ১৬ আগষ্ট সেখান থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনকোলজী বিভাগের অধ্যাপক ডা: আফিকুল ইসলাম এর তত্ত্বাবধানে ২ দিন চিকিৎসার পর। কাওছার কে দিনমজুর বাবা টাকার অভাবে চিকিৎসা না করিয়েই বাড়িতে নিয়ে আসেন।
বর্তমানে প্রতি দিন তার একটি করে ১০ হাজার টাকা মুল্যর ইনজেকশন প্রয়োজন বলে জানিয়েছেন অধ্যাপক ডা: আফিকুল ইসলাম। কিন্তু টাকার অভাবে এ পর্যন্ত একটি ইনজেকশন দেওয়া সম্ভব হয়নি। এ ছাড়াও মোট দুই থেকে আড়াই লক্ষ টাকা হলে ঢাকায় গিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব।
যা দরিদ্র এই পরিবারের পক্ষে চিকিৎসা করানো তো দূরের কথা, দিন মজুর দরবেশ মিয়ার আয়ে সংসার চালানোই দায় হয়ে পড়েছে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম বলেন, দরিদ্র পরিবারের জন্য ব্যয়বহুল চিকিৎসায় সম্ভব নয়।
কোনো হৃদয়বান ব্যক্তির আর্থিক সাহায্য পেলে চিকিৎসা করিয়ে সুস্থ হতে পারে ব্লাড ক্যান্সার আক্রান্ত কাওছার নিরুপায় কাওছার এর বাবার মোবাইল
নাম্বার 01720907800