https://www.bartomansylhet.com/

5222

surplus

প্রকাশিত

১২ জুলাই ২০২৪ ১৪:৩০

আপডেট

১২ জুলাই ২০২৪ ১৪:৩১

কবিতা: প্রাণোচ্ছ্বাস ক্ষণেতে কবি- মিজানুর রহমান মিজান

কবিতা- প্রাণোচ্ছ্বাস ক্ষণেতে
কবি- মিজানুর রহমান মিজান 

সুন্দর সুপ্রভাতে চলছি পথে
দ্বিধাহীন মনোরথে।।
স্বচ্ছ সতেজ মনে, ফুল ফুটে কাননে
নাহি ঝরে অকারনে,বাস নির্ভিক চিত্তে।।
কি অপরুপ দৃশ্য স্বরুপ
পৃথিবীর রুপ ভরপুর স্নিগ্ধতাতে।।
নাহি উত্তাপ বকে না প্রলাপ
শান্তির আলাপ মন বনেতে।।
ঝিরি ঝিরি বায়ু বাড়ে আয়ু 
সুখানু ছড়ায়ু উদাসী প্রাণেতে।।
কাটুক প্রহর বয়ে নহর 
নিরব নিথর প্রাণোচ্ছ্বাস ক্ষণেতে।।