https://www.bartomansylhet.com/

5215

surplus

প্রকাশিত

১০ জুলাই ২০২৪ ১৭:০৭

কবিতা: আসবে তা ফিরি, কবি-মিজানুর রহমান মিজান

কবিতা- আসবে তা ফিরি
কবি- মিজানুর রহমান মিজান

মন পবনের ঘোড়া নিমেষে দেয় উড়া
পলকে চলে লন্ডন আমেরিকা।।
লাগামহীন চলা নিয়ন্ত্রণ করা ভালা 
নতুবা তার অনিয়ন্ত্রিত ধোঁকা
ঘুড্ডি ছাড়িয়া আকাশে সুতা ধরে টান শেষে
বন-বাদাড়ে পড়ে ঝামেলা বাড়ে,চলে না ফাঁকা।।
গাডি চলে তেলে কর্মে জীবন মেলে 
দেখ চক্ষু খোলে ঘুরাও জীবন চাকা।।
দেয় ধোঁকা বানায় বোকা কেন করে এমন
বুঝে নাকি তখন মরবে যখন হবে কে সখা।।
কর যত চাতুরী ভরবে নাতো ভুরি পেছনে আছে ঝুড়ি 
আসবে তা ফিরি সন্দেহাতীত শংকা।।