কবিতা: সত্যের ঝান্ডা কবি- মিজানুর রহমান মিজান
কবিতা- সত্যের ঝান্ডা
কবি- মিজানুর রহমান মিজান
মানুষ হয়ে জন্ম এ ধরায়
থাকার কথা মানবিক নীতি নৈতিকতায়।।
করি অমান্য যার, জন্য সঞ্চিতের আশায়
সে কি আমার হয়,নেয় কি দায়
স্ত্রী-পুত্র আত্মীয়-স্বজন, গুষ্টি সবায়।।
দায় যার যার, নহে অন্য কার স্পষ্ট আছে
বেখেয়ালী হলাম, প্রয়োজন মিটালাম উপযাচে
মোহ মায়ায় তরী চালায়, একান্ত ভরসায়।।
এ যে মরিচিকা শুধু প্রহেলিকা, নহে বাজিমাৎ
পুরাতে স্বপ্ন হলে নগ্ন, প্রাপ্তি চপেটাঘাত
বাঁচবে বাঁচবে সতর্ক থাকবে, সত্যের ঝান্ডায়।।