বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় স্পেন দক্ষিণে মিলাদ ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, স্পেন দক্ষিণ:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন, ২০২৪ তারিখে আয়োজিত এই অনুষ্ঠানের যৌথ পরিচালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের সদস্য সচিব আতিকুল রহমান লিটু ও যুগ্ম আহবায়ক রেদওয়ান হোসেন। সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের সভাপতি আক্কাস মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপি সভাপতি শফিউল আলম শফি, সিনিয়র সহ-সভাপতি মনোয়ার পাশা, সাধারণ সম্পাদক আজমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান, কাতালোনিয়া বিএনপি নেতা শিপলু আহমেদ নিয়াজি, বিএনপি নেতা রায়হান আহমেদ, যুগ্ম আহবায়ক স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণ শাহিন আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা রাজন আহমেদ, যুগ্ম আহবায়ক স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণ দুলাল আহমেদ, কাতালোনিয়া যুবদল নেতা সুমন পায়েল, কাতালোনিয়া যুবদল নেতা আব্দুল বাছিত, স্বেচ্ছাসেবক দল স্পেন সদস্য মাসুম আহমেদ, ইমন আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন। প্রবাসী বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদাজিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।