কবিতা- সুখের মাঝি হবো

সুখের মাঝি হবো
কবি- শক্তি রঞ্জিত বৈদ্য
মনের মাঝে আছো তুমি
থেকো সারা জনম ঘুমি
রাখবো আদুরে
আকাশ চন্দ্র দেবো এনে
সূর্যমুখী গুছবো কানে
বসো হৃদ পুরে।
চাইলে তুমি হবো আমি
তোমার জন্য চাষাভূমি
ইচ্ছে যা তোমার
মনের মতো করে নেবে
পুষ্পে কানন ভরবে যবে
তাতেই সুখ আমার।
তোমার জন্য আকাশ হবো
তোমার ইচ্ছায় বৃষ্টি হবো
যখন যেমন চাও
সাতটি রঙের ধনুক হ'য়ে
পূর্ব আকাশ রাখবো ছেয়ে
হাতদুটো দাও।
তুমি চাইলে নৌকো হবো
তোমার ঘাটে বাঁধা রবো
সারাজীবন ভর
তোমার দুঃখের গল্প শুনবো
তোমার সুখের মাঝি হবো
যতই আসুক ঝড়।
অরণ্যের ওই পথিক হয়ে
থাকবো তোমার পথো চেয়ে
যদি পথ হারাও
তোমার পথের আগে আগে
চলবো তোমার ভয়-না জাগে
পথের নাগাল পাও।
বিপদ যদি সামনে আসে
ডেকো আপন ভালোবেসে
দ্বিধা না করে
কলঙ্কিত জেনেও এসে
আপন করবো হেসে হেসে
তোমার হাত ধরে।