https://www.bartomansylhet.com/

3936

tourism

প্রকাশিত

১৮ এপ্রিল ২০২৩ ০২:১৭

আপডেট

৩০ নভেম্বর -০০০১ ০০:০০

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মিশিগানে বাংলা নববর্ষ উদযাপিত

দূর্গা মন্দিরের নববর্ষ মেলায় একটি খাবারের দোকান- ছবি পার্থ দেবব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মিশিগানের বিভিন্ন স্থানে বাংলা নববর্ষ পালিত হয়েছে। পয়লা বৈশাখ বাঙ্গালি সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব। পহেলা বৈশাখের উৎসব উপলক্ষে প্রতিটি অনুষ্ঠানেই ছিল বৈশাখী সাজ। সবাই রংবেরংয়ের কাপড় পরে অংশ গ্রহণ করেছেন এ অনুষ্ঠানে। বিশেষ করে এখানে বেড়ে ওঠা শিশু কিশোরদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ। মিশিগানের বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচীর মাধ্যমে উদযাপন করেছে এ উৎসব। দূর্গা মন্দিরের নববর্ষ মেলায় একটি খাবারের দোকান- ছবি পার্থ দেব

দুর্গা মন্দির : গত ১৬ এপ্রিল রোববার ডেট্রয়েটের দুর্গা মন্দির নববর্ষ উদযাপন উপলক্ষে সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে, মন্দিরটি সেজে ছিল বৈশাখী সাজে।মন্দিরের দেয়ালে দেয়ালে ছিল মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত বিভিন্ন রকমের ছবি, আর এই ছবিগুলি এঁকেছে এই প্রজন্মের প্রতিনিধি মৌমিতা চৌধুরী। মন্দিরের অনুষ্ঠানের মধ্যে ছিল  পূজা, অঞ্জলি, আরাধনা, প্রসাদ বিতরণ। মধ্যাহ্নভোজে ছিল পান্তাভাতসহ বিভিন্ন ধরণের নিরামিষ ভর্তা, রকমারি তরকারী, ব্যঞ্জন, বিরুন চালের ভাত, দই পায়েসসহ বিভিন্ন ধরণের মিষ্টি। বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।  ছিল কবিতা আবৃতি, শিশু কিশোরদের গান, নৃত্য, স্থানীয় শিল্পীদের গান ও নৃত্য। কবিতা আবৃতিতে অংশ গ্রহণ করেন সুবিমল সেনাপতি, বকুল পাল, পূজা দেবসহ আরো অনেকে।

সঙ্গীত পরিবেশন করেন মৌমিতা দাশ, নন্দিতা দাশ, প্রাপ্তি ভৌমিক, পৌষি ভৌমিক, মৌমিতা চৌধুরী, অদিতি দেব, অনামিকা দাশ, অদিতি মৌমি, নিপা রানী দেব, বিজয়া চৌধুরী, বীথি পাল, মিনাক্ষী ধর, পল্লবী তালুকদার, শুভমিতা দেব, উর্মিলা সুত্রধর, অংকুর দেবসহ আরো অনেকে, তবলায় ছিলেন পরেশ দেব নাথ এবং মন্দিরায় বিশ্বেসর চন্দ লিটন। নৃত্যে অংশ গ্রহণ করেন অর্পিতা পুরকায়স্থ, রিয়া রায়, রনেশ, প্রত্যুষ, তুর্য, মৌমিতা, অনন্যা, পিহু দেব, তৃণা, কৃষ্ণা, তিলোত্তমা, অস্মিতা, অর্চিতা, তনিমাসহ আরো অনেকে। পার্থ দেব রচিত রম্য নাটক ‘আন্নার সাথে বেরেইক আপ’ পরিবেশন করেন মীনাক্ষী ধর, রবি দে ও প্রদীপ চৌধুরী।  সন্ধ্যায় কলকাতা থেকে আগত অতিথি শিল্পী কোকিলা দত্ত  সঙ্গীত পরিবেশন করেন। দর্শক শ্রোতাদের অংশ গ্রহণে ম্যাগাজিন অনুষ্টান সবাইকে আনন্দ ও বিনোদন দিয়েছে। এতে অংশ গ্রহণকারী সকলকে পুরষ্কৃত করা হয়। অনুষ্টানটি পরিচালনা করেন পার্থ দেব তার সাথে ছিলেন নিপেশ সুত্রধর।

প্রতিকূল আবহাওয়া থাকলেও মন্দিরে ছিল উপচে পড়া ভীড়, অঙ্গরাজ্যের বিভিন্ন শহর থেকে মানুষজন অনুষ্টানে অংশ গ্রহণ করতে এখানে ছুটে আসেন। দুর্গা মন্দিরের সভাপতি পংকজ দাশ, সহসভাপতি  নিপেশ সুত্রধর, সাধারণ সম্পাদক উজ্জল সুত্রধর ও কমিটির নেতৃবৃন্দ সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সবশেষে ছিল রাফেল ড্র, এর পরিচালনা ও দায়িত্বে ছিলেন মন্দিরের গভর্নিং বডির সদস্য নিতেশ সুত্রধর। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রদীপ চৌধুরী ও পার্থ সারথী দেব। এমন একটি সুন্দর, সফল ও বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্টান উপহার দেয়ার জন্য মন্দিরের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ চৌধুরীসহ মন্দির কমিটিকে দর্শক, শ্রোতা ও ভক্তরা ধন্যবাদ জানিয়েছেন।

শিব মন্দিরের নববর্ষ উদযাপন- সংগৃহীতশিব মন্দির : ১৫ এপ্রিল শনিবার ওয়ারেন সিটির শিব মন্দিরে নববর্ষ পালিত হয়েছে। বিকেলে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। মন্দিরের সদস্যরা ঢাক ঢোল বাজিয়ে এসো হে বৈশাখ গানের মাধ্যমে নববর্ষকে বরণ করেন। শিশু কিশোরসহ সবাই রংবেরংয়ের কাপড় পড়ে শোভাযত্রায় অংশ গ্রহণ করেন। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান,  এতে ছিল কবিতা আবৃতি, সঙ্গীত, ছোটদের গান, নাচ, স্থানীয় শিল্পীদের নৃত্য, গান। শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত, আধুনিক, দেশাত্নবোধক ও লোকগীতি পরিবেশন করেন। 

এছাড়াও গত ১৫ এপ্রিল শনিবার ওয়ারেন সিটির কালী মন্দিরে নববর্ষ উদযাপন করা হয়।